• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন

আপিল বিভাগের আদেশে চট্টগ্রাম চেম্বার নির্বাচনে স্থগিতাদেশ

নিজস্ব প্রতিবেদক / ২৮
বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
03e2b8ec afd3 4efe a1fa 17a0a3c1a4e6 6fe18746 Apil BiBag 2403232127

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-এর বহু প্রতীক্ষিত নির্বাচন স্থগিত করেছে দেশের সর্বোচ্চ আদালতের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) আপিল বিভাগের আদেশে নির্বাচনের কার্যক্রম স্থগিতের বিষয়টি নিশ্চিত হয়েছে।

দীর্ঘ এক যুগের বেশি সময় পর এই ঐতিহ্যবাহী ব্যবসায়ী সংগঠনের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল আগামী ১ নভেম্বর। নানা মামলা, বিতর্ক ও আলোচনা-সমালোচনার মধ্যেও নির্বাচনের প্রস্তুতি চলছিল পুরোদমে। তবে আদালতের এই আদেশে নির্বাচন প্রক্রিয়া আপাতত থেমে গেল।

চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি দেশের অন্যতম প্রাচীন ও প্রভাবশালী ব্যবসায়ী সংগঠন। ২০০৯ সালের পর এবারই প্রথমবারের মতো নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছিল।

তবে আপিল বিভাগের স্থগিতাদেশের পর নতুন তারিখ বা পরবর্তী করণীয় বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি চেম্বার কর্তৃপক্ষ।

আরএম/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ