• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৫ অপরাহ্ন

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র পরবর্তী প্রভাবে দেশে পাঁচ দিন ভারী বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিবেদক / ৩৬
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
1761718650 14c190fdbb79ce8acbc1e7f176c9c6b6

ঘূর্ণিঝড় ‘মোন্থা’র পরবর্তী প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বুধবার (২৯ অক্টোবর) এ পূর্বাভাস দেওয়া হয়।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানান, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মোন্থা’ মঙ্গলবার মধ্যরাতে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করেছে। পরবর্তীতে এটি দুর্বল হয়ে ঘূর্ণিঝড় থেকে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং ক্রমে আরও দুর্বল হয়ে যেতে পারে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সকাল পর্যন্ত দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। এ সময় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

পরবর্তী কয়েক দিনের পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ অক্টোবর): রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হতে পারে।শুক্রবার (৩১ অক্টোবর): রংপুর ও ময়মনসিংহে অধিকাংশ জায়গায়, এবং রাজশাহী, ঢাকা ও সিলেটের কিছু এলাকায় বৃষ্টি অব্যাহত থাকবে।শনিবার (১ নভেম্বর): সারাদেশের অধিকাংশ স্থানে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।রোববার (২ নভেম্বর): ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বর্ধিত পাঁচ দিনের শুরুতে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ