• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

চট্টগ্রামে ছাত্রদল কর্মী নিহতের মামলায় ৮ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক / ৩৪
বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
1761722291 da80321ead4b25146d3c586d092e7fb7

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন এক্সেস রোড এলাকায় বিএনপির দুই পক্ষের সংঘর্ষে ছাত্রদল কর্মী মো. সাজ্জাদ নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন— সবুজ ইসলাম মিরাজ, সাইদুল ইসলাম, এমরান হোসেন সাগর, জিহান, আমজিদুল ইসলাম সাজু, মোহাম্মদ আরাফাত, মো. ওসমান ও দিদারুল আলম চৌধুরী রাসেল।

মঙ্গলবার (২৮ অক্টোবর) রাতে নিহত সাজ্জাদের বাবা মো. আলম বাদী হয়ে ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৪০ জনকে আসামি করে বাকলিয়া থানায় মামলাটি দায়ের করেন। এর আগে সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে সংঘর্ষের সময় ছাত্রদল কর্মী সাজ্জাদ নিহত হন।

বাকলিয়া থানার পরিদর্শক (তদন্ত) মোজাম্মেল হক বলেন, “সাজ্জাদ হত্যা মামলায় এজাহারভুক্ত ছয়জনসহ মোট আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) তাদের আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।”

এমএইচ/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ