• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

শতবর্ষী রেলভবনের সামনে টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন, ক্রিকেট উন্মাদনায় বীর চট্টলা

ক্রীড়া প্রতিবেদক / ৬৮
রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 7

দীর্ঘ খরা কাটিয়ে আবারও ক্রিকেট উন্মাদনায় মুখর বীর চট্টলা। আগামী সোমবার (২৭ অক্টোবর) থেকে চট্টগ্রামের সাগরপাড়ের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে গড়াবে বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজ শুরুর আগেই সব প্রস্তুতি শেষ করেছে আয়োজকরা, সম্পন্ন হয়েছে ট্রফি উন্মোচনও।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের ফুসফুস খ্যাত ঐতিহাসিক সিআরবির শতবর্ষী রেলওয়ে ভবনের সামনে আয়োজিত হয় ট্রফি উন্মোচন অনুষ্ঠান। টাইগার অধিনায়ক লিটন কুমার দাস ও ক্যারিবীয় অধিনায়ক শাই হোপ যৌথভাবে উন্মোচন করেন সিরিজের ট্রফি।

পুরোনো রেলওয়ে ভবনের সামনে এই ট্রফি উন্মোচন যেন চট্টগ্রামের ঐতিহ্য, ইতিহাস ও ক্রিকেট উন্মাদনার মাঝে এক অনন্য সংযোগ স্থাপন করেছে। মনোমুগ্ধকর সিআরবির প্রাকৃতিক পরিবেশে হাসিমুখে ট্রফি ছুঁয়ে দেখেন লিটন দাস।

সিআরবিতে শতবর্ষী ভবনের সামনে ঝলমলে টি-টোয়েন্টি ট্রফি, বীর চট্টলায় ক্রিকেটের উৎসব 1

ট্রফি উন্মোচনের পর সাগরিকার স্টেডিয়ামে শেষ দিনের অনুশীলনে ঘাম ঝরান টাইগাররা। প্রখর রোদে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং অনুশীলনের পাশাপাশি চলে শারীরিক ব্যায়াম ও ফিটনেস ড্রিল।

অনুশীলন শুরুর আগে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের মুখোমুখি হন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। সিরিজে দলের লক্ষ্য সম্পর্কে তিনি বলেন—“আমি চাই এই সিরিজে আমাদের খেলোয়াড়রা প্রচুর চ্যালেঞ্জের মুখোমুখি হোক। কারণ যত বেশি চ্যালেঞ্জ নিতে পারব, ততই আমরা বিশ্ব মঞ্চে সফল হতে পারব।”

এদিকে সিরিজকে ঘিরে নিরাপত্তার বিষয়েও কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন। সকাল থেকেই মাঠ ও আশপাশের এলাকায় সিএমপি ও সিটিএসবি সদস্যরা বোম্ব ও ডগ স্কোয়াড নিয়ে মহড়া চালায়। দর্শকদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থাও।

 


এই বিভাগের অন্যান্য সংবাদ