
ফুটবল মানেই আবেগ, আর সেই আবেগের সবচেয়ে বড় প্রতীক ‘এল ক্লাসিকো’। রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার মুখোমুখি লড়াই শুধু একটি ফুটবল ম্যাচ নয়—এটি ইতিহাস, প্রতিদ্বন্দ্বিতা ও গৌরবের এক চূড়ান্ত মঞ্চ। আজ বাংলাদেশ সময় রাত ৯টা ১৫ মিনিটে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামে আবারও মুখোমুখি হচ্ছে দুই চির প্রতিদ্বন্দ্বী।
ম্যাচের আগেই উত্তেজনা ছড়িয়েছে দুই শিবিরে। বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামাল অভিযোগ তুলেছেন যে, রিয়াল মাদ্রিদ রেফারিদের সিদ্ধান্তের সুবিধা নেয়। তার বক্তব্যে ক্ষুব্ধ রিয়াল ডিফেন্ডার দানি কারভাহাল, ইয়ামালকে ‘স্টুপিড’ এবং ‘সম্মানের অভাব রয়েছে’ বলে পাল্টা জবাব দিয়েছেন। ফলে ম্যাচ শুরুর আগেই দুই শিবিরে কথার লড়াই ছড়িয়ে পড়েছে।
এদিকে বার্সেলোনা প্রেসিডেন্ট জোয়ান লাপোর্তা আশাবাদী, তার দল আজ জয়ের হাসি নিয়েই বার্নাব্যু ছাড়বে। তিনি বলেন,“আমরা এখানে জিততে যাচ্ছি, আমার কথা মনে রেখো।”
সাম্প্রতিক পরিসংখ্যানও কাতালানদের আত্মবিশ্বাস জোগাচ্ছে। শেষ পাঁচটি এল ক্লাসিকোতে বার্সেলোনা একটিতেও হারেনি—এই সময়ে তারা রিয়ালের জালে ১৮ গোল দিয়েছে, আর হজম করেছে মাত্র ৮টি।
তবে আজকের ম্যাচে বড় দুশ্চিন্তার নাম কোচ হ্যান্সি ফ্লিকের অনুপস্থিতি। লাল কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে তিনি ডাগআউটে থাকতে পারবেন না; তার স্থলে দল পরিচালনা করবেন সহকারী কোচ মার্কাস সর্গ। এছাড়া ইনজুরির কারণে দলের গুরুত্বপূর্ণ উইঙ্গার রাফিনিয়াও মাঠের বাইরে থাকবেন।
অন্যদিকে দুর্দান্ত ফর্মে আছেন রিয়ালের নতুন তারকা কিলিয়ান এমবাপ্পে। ম্যাচকে সামনে রেখে তিনি বলেন,“আমরা শুধু খেলতে চাই না, আমরা জিততে চাই।”
রিয়ালের পক্ষে ভিনিসিয়ুস, এমবাপ্পে ও বেলিংহামদের সামনে নেতৃত্ব দেবেন কারভাহাল–রুদিগাররা। অন্যদিকে, লেওয়ানডফস্কি–ইয়ামাল–পেদ্রিদের কাঁধেই বার্সার আক্রমণভাগের দায়িত্ব।
বর্তমানে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে আছে রিয়াল মাদ্রিদ (২৪ পয়েন্ট), আর তাদের পিছুেই বার্সেলোনা (২২ পয়েন্ট)। তাই আজকের ম্যাচের ফলাফল নির্ধারণ করবে কে দখল করবে লা লিগার শীর্ষস্থান—এবং কে জিতবে ইউরোপিয়ান গৌরবের এই ‘মিনি ফাইনাল’।
ফ্লিক বলেন,“আমরা গত মৌসুমের চেয়ে আলাদা পরিস্থিতিতে আছি। তবে আমি সবসময় ইতিবাচক চিন্তা করি। আমরা মাদ্রিদে জিততে পারি, তা আমরা আগেও দেখিয়েছি।”
এমআর