• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

বাসে ভয়াবহ আগুন, জানালা ভেঙে প্রাণ বাঁচালেন অনেকে , অন্ধ্রপ্রদেশে নিহত ২০

দেশবিদেশ ডেস্ক / ৫১
শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
অনলাইন জুয়ার ফাঁদ 6

ভারতের অন্ধ্রপ্রদেশের কুরনুলে একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ২০ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুগামী একটি ভলভো বাস মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে যায়।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, সংঘর্ষের ধাক্কায় বাসটির জ্বালানি ট্যাঙ্ক ফেটে যায় এবং সেখান থেকে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে যাত্রীরা বাসের ভেতরে আটকে পড়েন। কেউ কেউ জানালা ভেঙে লাফিয়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন।

কুরনুল জেলার প্রশাসক এ সিরি জানান, কাবেরি ট্রাভেলসের ওই বাসটিতে ৪১ জন যাত্রী ছিলেন। তিনি বলেন, “রাত ৩টা থেকে ৩টা ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। জ্বালানি ট্যাঙ্ক ফেটে তেল চুইয়ে পড়ে, সম্ভবত ঘর্ষণের কারণেই আগুন ধরে যায়।”

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, মোট ৪১ আরোহীর মধ্যে ২১ জন অক্ষত অবস্থায় বাস থেকে বের হতে সক্ষম হন।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু বর্তমানে দুবাইয়ে অবস্থান করছেন। তিনি ফোনে স্থানীয় প্রশাসনের সঙ্গে কথা বলে পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন এবং আহত ও নিহতদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া এক পোস্টে মুখ্যমন্ত্রী লিখেছেন,  “কুরনুল জেলার চিন্না তেকুর গ্রামের কাছে ভয়াবহ বাস অগ্নিকাণ্ডের খবর শুনে আমি গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জন হারিয়েছেন, তাঁদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।”

এ দুর্ঘটনায় গোটা অন্ধ্রপ্রদেশে শোকের ছায়া নেমে এসেছে।

এমএইচ


এই বিভাগের অন্যান্য সংবাদ