• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার

দেশবিদেশ প্রতিবেদক / ৩৫
শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
kornofully thana

চট্টগ্রামের কর্ণফুলীতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সাব্বির হোসেন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৭ অক্টোবর) রাত ২টা ১০ মিনিটে চর পাথরঘাটা ইউনিয়নের মাদরাসা পাড়ার পুলিশ কলোনির ৪ নম্বর কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাব্বির হোসেন নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার ৭ নম্বর বিষাকান্দি ইউনিয়নের বালুয়া কান্দি এলাকার ইয়াসিন ও রোজিনা দম্পতির ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাব্বির কোনো স্থায়ী পেশায় যুক্ত ছিলেন না। ঘটনার আগের দিন তিনি তার স্ত্রী মিম আক্তারের কাছে দুই হাজার টাকা চান। স্ত্রী টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি অভিমানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরীফ হোসেন বলেন,“ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ