• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

চাকসু নির্বাচন: শেষ দিনের প্রচারণায় মুখর উৎসবমুখর চবি ক্যাম্পাস

চবি প্রতিবেদক / ৪৭
সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
20251013 2050 image

দীর্ঘ সাড়ে তিন দশক পর অনুষ্ঠিত হতে যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচন। আগামী বুধবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। তার আগে সোমবার (১৩ অক্টোবর) ছিল প্রচারণার শেষ দিন।

সারা দিন ক্যাম্পাসের জিরো পয়েন্ট, স্টেশন, কলার ঝুপড়িসহ বিভিন্ন এলাকায় বিভিন্ন প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকদের দেখা গেছে ব্যস্ত প্রচারণায়। পুরো বিশ্ববিদ্যালয় এখন নির্বাচনী উচ্ছ্বাসে মুখর।

শিক্ষার্থীদের কেউ হাতে নিয়ে ঘুরছেন হাতপাখা, গিটার, পাখি, ব্যালট নম্বর, ট্রফি ও শাটল ট্রেন আকৃতির লিফলেট। কেউ ভোট চাইছেন সরাসরি, কেউ আবার দোয়া ও শুভকামনা চাচ্ছেন। ‘দ্রোহ পর্ষদ’-এর প্রার্থীরা প্রচারণায় যুক্ত হয়েছেন গান ও পথ নাটকের মাধ্যমে।

স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেলের সহ-দপ্তর সম্পাদক পদপ্রার্থী মেহেদী হাসান সোহান বলেন,“বিগত ডাকসু ও চাকসু নির্বাচনে নানা অপ্রত্যাশিত ঘটনা দেখা গেলেও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। আমরা আশাবাদী, নির্বাচন উৎসবমুখর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হবে।”

অন্যদিকে ছাত্রদলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয়ের পক্ষে প্রচারণা চালাচ্ছিলেন শিক্ষা ও গবেষণা বিভাগের শিক্ষার্থী মাহিদুল ইসলাম শুভ। তিনি বলেন,“আমরা চাই, অনাবাসিক শিক্ষার্থীদের জন্য বিশেষ শাটল ট্রেনের ব্যবস্থা করা হোক, যাতে তারাও ভোট দিতে পারে। এছাড়া ভোট গণনা হাতে এবং স্বচ্ছ ব্যালট বাক্সে করার দাবি জানাচ্ছি।”

চাকসুর ওয়েবসাইট অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৭ হাজার ৫১৬ জন।

১৩টি প্যানেল থেকে কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি পদে ২৪ জন, সাধারণ সম্পাদক পদে ২২ জনসহ মোট ৩৫টি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন কয়েকশ’ জন। একইভাবে, ৯টি ছাত্র হলে ৩৫০ জন এবং ৫টি ছাত্রী হলে ১২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন।

তিন দশক পর ফিরতে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী এই ছাত্র সংসদ নির্বাচন, আর তাই পুরো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এখন নির্বাচনী উৎসবে মুখর।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ