
বাংলাদেশ ও হংকংয়ের মধ্যকার ফুটবল লড়াইকে ঘিরে উত্তেজনা তুঙ্গে। ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশ যেখানে ১৮৪তম, সেখানে হংকং ১৪৬তম স্থানে রয়েছে। শক্তিমানের হিসেবে হংকং এগিয়ে থাকলেও ঘরের মাঠে আত্মবিশ্বাসী বাংলাদেশ আজ জয়ের লক্ষ্য নিয়েই নামছে মাঠে।
আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৮টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল।
হংকংয়ের স্কোয়াডে রয়েছে বৈচিত্র্যের ছাপ। তাদের ২৫ সদস্যের দলে রয়েছেন পাঁচজন ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফুটবলারসহ জাপান, ক্যামেরুন, জার্মানি ও নিউজিল্যান্ডের খেলোয়াড়। উল্লেখযোগ্য নামের মধ্যে আছেন এভেরতন কামারগো, ম্যাথু এলিয়ট, জুনিনিও ও স্তেফান পেরেইরা।
অন্যদিকে ইনজুরি সমস্যা বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ তৈরি করেছে। মোহাম্মদ ইব্রাহিম ও সুমন রেজা খেলতে পারছেন না, তপু বর্মন ও আল আমিনও পুরোপুরি ফিট নন। তবে কোচ হাভিয়ের কাবরেরা দলের প্রস্তুতি ও নতুন বংশোদ্ভূত খেলোয়াড়দের পারফরম্যান্সে আশাবাদী।
তিনি বলেন, “আমরা প্রায় ১০ দিন প্রস্তুতি নিয়েছি। ঘরের মাঠে দর্শকদের সামনে খেলাটা বাড়তি অনুপ্রেরণা। হামজা, আমিত ও জায়ানের উপস্থিতি আমাদের মান ও আত্মবিশ্বাস বাড়িয়েছে।”
অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, “এই ম্যাচটি আমাদের জন্য বাঁচা-মরার লড়াই। জয় ছাড়া কিছু ভাবছি না।”
আজকের ম্যাচে মাঝমাঠে নজর থাকবে হামজা চৌধুরী ও শামিত সোমের উপর, যারা আক্রমণ সাজাবেন। ফরোয়ার্ড লাইনে ফয়সাল ফাহিম, ফাহমিদুল ও রাকিব হোসেন গোলের সুযোগ খুঁজবেন।
হংকং র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও কোচ কাবরেরা মনে করেন, ব্যবধান খুব বেশি নয়। “বিদেশি খেলোয়াড় থাকা বড় বিষয় নয়, গুরুত্বপূর্ণ হলো দলগত পারফরম্যান্স,” বলেন তিনি।
বাংলাদেশ-হংকং ম্যাচকে ঘিরে ফুটবল ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তরা দলের সাফল্যের জন্য শুভকামনা জানাচ্ছেন।
এমআর/দেশবিদেশ