• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৫ অপরাহ্ন

বাংলাদেশ ব্যাংক সতর্কতা: ঋণের খোঁজে ভুয়া ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে প্রতারণা

নিজস্ব প্রতিবেদক / ৪৮
বুধবার, ৮ অক্টোবর, ২০২৫
IMG 20251008 WA0000 3

 

বাংলাদেশ ব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর নাম ও লোগো ব্যবহার করে একটি প্রতারক চক্র ঋণের মায়াজালে সাধারণ মানুষের প্রতারণা করার চেষ্টা করছে। এ বিষয়ে সবাইকে সচেতন হতে অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক।

অবশ্যই মঙ্গলবার (৮ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ব্যাংক এ বিষয়ে সতর্কতা জারি করেছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, “বাংলাদেশ ব্যাংক” ও “আন্তর্জাতিক মুদ্রা তহবিল” নামের অধীনে পরিচালিত কিছু ভুয়া ওয়েবসাইট, যেমন https://dbbloan.com, https://bblloan.com এবং https://www.bdloan71.com, ব্যবহারকারীদের কাছে ঋণের প্রলোভন দেখাচ্ছে।

বাংলাদেশ ব্যাংক নিশ্চিত করেছে যে, এসব প্ল্যাটফর্মের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এই সব অ্যাপ ও ওয়েবসাইটে ব্যবহারকারীদের নাম, ঠিকানা, জন্মতারিখ, মোবাইল নম্বর, ই-মেইল, এবং জাতীয় পরিচয়পত্রের নম্বরসহ বিভিন্ন সংবেদনশীল তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা আর্থিক প্রতারণার ঝুঁকি বাড়াচ্ছে।

বাংলাদেশ ব্যাংক কর্তৃক জানানো হয়েছে যে, তাদের অনুমোদন ছাড়া জনসাধারণের কাছে ঋণ দেওয়ার উদ্দেশ্যে কোনো ধরনের অনলাইন বা অফলাইন প্ল্যাটফর্ম পরিচালনা করা আইনত দণ্ডনীয়। পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪-এর ১৫(২) ধারার অধীনে, এই ধরনের প্রতারণার জন্য একজন ব্যক্তি সর্বোচ্চ ৫ বছর কারাদণ্ড অথবা ৫০ লাখ টাকা জরিমানা, কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারেন।

সাধারণ জনগণকে আহ্বান জানানো হয়েছে যে, এ ধরনের ভুয়া ওয়েবসাইট ও অ্যাপে তাদের কোনো ব্যক্তিগত তথ্য প্রদান করা বা আর্থিক লেনদেন করা থেকে বিরত থাকুন।

এমএইচ/এমআর/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ