
চট্টগ্রামের কর্ণফুলী টানেলে বাস দুর্ঘটনায় আহত ফয়সাল আহমদ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দিবাগত রাত ৪টার দিকে নগরের ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত ফয়সালের বাড়ি চট্টগ্রাম নগরের দক্ষিণ পতেঙ্গা এলাকায়।
ন্যাশনাল হাসপাতালের মহাব্যবস্থাপক মোহাম্মদ ফারুখ বলেন, “টানেলে বাস দুর্ঘটনায় আহত হয়ে ছয়জন হাসপাতালে ভর্তি হন। তাদের মধ্যে পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে ছাড়েন, ফয়সাল নামের একজন মারা গেছেন।”
এর আগে শনিবার দুপুরে কর্ণফুলী টানেলের পতেঙ্গা প্রান্ত থেকে আনোয়ারাগামী একটি যাত্রীবাহী বাস দ্রুতগতির কারণে উল্টে যায়। এতে অন্তত ২০ জন আহত হন।
এআরই/দেশবিদেশ