• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

ক্যামেরাপার্সন পারভেজও আহত, ক্যামেরা ও মোবাইল লুট

চট্টগ্রামে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিক হোসাইন জিয়াদের ওপর সন্ত্রাসী হামলা

নিজস্ব প্রতিবেদক / ৬০
রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
Journalist Attack in Chitta

চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সংবাদ সংগ্রহে গিয়ে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন বেসরকারি টেলিভিশন এখন টিভি’র চট্টগ্রাম ব্যুরো প্রধান ও বিশেষ প্রতিনিধি হোসাইন জিয়াদ। একই ঘটনায় আহত হয়েছেন চ্যানেলটির ক্যামেরাপার্সন মো. পারভেজ।

রবিবার (৫ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। হামলাকারীরা সাংবাদিকদের ক্যামেরা ভাঙচুর করে এবং মোবাইল ফোন, মানিব্যাগসহ ব্যক্তিগত জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

সহকর্মীদের বরাতে জানা গেছে, হোসাইন জিয়াদকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করেন। শরীরের বিভিন্ন অংশে তিনি গুরুতর আঘাত পেয়েছেন। ক্যামেরাপার্সন পারভেজও বর্তমানে একই হাসপাতালে চিকিৎসাধীন।

সংঘর্ষের ফলোআপে গেলে হামলা

এর আগে শনিবার (৪ অক্টোবর) বিকেলে সীতাকুণ্ডের ছিন্নমূল এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ডাকাত সন্দেহে স্থানীয়রা ১৬ জনকে গণপিটুনি দেয়, এতে ঘটনাস্থলেই একজন নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চমেকে ভর্তি করা হয়।

রবিবার সকালে ওই ঘটনার ফলোআপে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিক হোসাইন জিয়াদ ও পারভেজের ওপর হামলা হয়।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, এক বিএনপি নেতার নেতৃত্বে ২০-২৫ জনের একটি দল ছিন্নমূল এলাকায় গেলে স্থানীয়রা ডাকাত সন্দেহে তাদের ওপর হামলা করে। ওই ঘটনার পরদিন সকালে ঘটনাস্থল পরিদর্শনে গেলে সাংবাদিকদের ওপর হামলা চালায় স্থানীয় ‘ইয়াসিন গ্রুপ’ নামের একটি সন্ত্রাসী চক্র।

প্রত্যক্ষদর্শীরা জানান, চারদিক থেকে ঘিরে সাংবাদিকদের উপর হামলা চালানো হয়। স্থানীয়দের সহায়তায় আহত সাংবাদিকদের চমেকে ভর্তি করা হয়।

সীতাকুণ্ড থানার ওসি মো. মজিবর রহমান বলেন, “হামলার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায়। দুই সাংবাদিককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

এদিকে স্থানীয় সূত্র জানায়, আলীনগরের ‘আয়নাঘর’ এলাকা থেকে অভিযান চালিয়ে পুলিশ একজনকে আটক করেছে।

এর আগে শুক্রবার রাতে আলীনগরে ইয়াসিন বাহিনী ও যুবলীগ নেতা ভাগিনা জাবেদ গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৬ জন আহত হয়। নিহতের নাম কালু (৩২)। পরে ভাগিনা জাবেদকে দেশীয় অস্ত্রসহ আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু বলেন, “দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও একাধিক আহত হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ