
খাগড়াছড়িতে গত ২৩ সেপ্টেম্বর ধর্ষণের অভিযোগ ওঠা মারমা কিশোরীর মেডিকেল রিপোর্টে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।
খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালের গাইনি বিশেষজ্ঞ ডা. জয়া চাকমার নেতৃত্বে তিন সদস্যের একটি মেডিকেল টিম এ পরীক্ষা পরিচালনা করে। টিমে আরও ছিলেন হাসপাতালের মেডিকেল অফিসার মোশারফ হোসেন ও নাহিদা আক্তার।
ডা. জয়া চাকমা বলেন, “আমরা সব পরীক্ষানিরীক্ষা সম্পন্ন করেছি এবং রিপোর্ট জমা দিয়েছি। তবে কোনো ধর্ষণের আলামত পাওয়া যায়নি।”
প্রসঙ্গত, ওই ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে ধর্ষণের অভিযোগ আনা হয়। পরে শয়ন শীল নামে এক তরুণকে আটক করে রিমান্ডে নেওয়া হয়। অন্য দুই আসামিকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ ও অবরোধ চলাকালে সহিংসতায় তিনজন নিহত হন। পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করা হয়েছিল।
এআরই/দেশবিদেশ