
চট্টগ্রামে রেলওয়ে কর্মকর্তার চোখের সামনেই দরপত্র ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১টা ১৫ মিনিটে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ কার্যালয়ে এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা স্বীকার করে রেলওয়ে পূর্বাঞ্চল পাহাড়তলীর ডিইএন-১ (ভারপ্রাপ্ত) এক্সইএন পিএনডি আব্দুর রহিম বলেন, “দরপত্র ছিনতাইয়ের ঘটনাটি সত্য। এ নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।”
রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ ইঞ্জিনিয়ার তানভীরুল ইসলাম জানান, এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে।
রেলসূত্রে জানা যায়, চট্টগ্রাম রেলস্টেশনে পাবলিক টয়লেটের দরপত্র আহ্বান করা হয়। সোমবার দরপত্র জমার শেষ দিনে নূর ট্রেডার্স টেন্ডার জমা দিতে গেলে বাধার মুখে পড়ে। অভিযোগ রয়েছে, চাকরিচ্যুত রেলকর্মী মাহাবুব দরপত্র না দিতে হুমকি দেন।
ঘটনাস্থলে উপস্থিত নূর ট্রেডার্সের প্রতিনিধিদের অভিযোগ, সকাল ১১টা ১৫ মিনিটে কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার সময় কর্মকর্তার সামনেই তা ছিনতাই করা হয়। তাৎক্ষণিকভাবে বিষয়টি জানানো হলেও, দেড় ঘণ্টা পেরিয়ে গেলেও রেল কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।
কেএমই/দেশবিদেশ