• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩২ পূর্বাহ্ন

সাগরে মাছ শিকারে গিয়ে ১৫ দিন ধরে নিখোঁজ ১৬ মাঝিমাল্লা

নিজস্ব প্রতিবেদক / ৫০
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
fish 20230511134200 20230724002139 20250929193821
ফাইল ছবি

মাছ শিকারে গিয়ে বঙ্গোপসাগরে ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে ‘এফবি খাজা আজমীর’ নামের একটি নৌকা ও এর ১৬ মাঝিমাল্লা। নিখোঁজদের মধ্যে দুইজনের বাড়ি নোয়াখালী, দুইজন চট্টগ্রামের বাঁশখালীতে এবং নৌকা মালিকসহ বাকিরা কক্সবাজার সদর, চকরিয়া ও মহেশখালী এলাকার বাসিন্দা।

এ ঘটনায় নিখোঁজ নৌকা মালিক আলী আকবরের স্ত্রী সেলিনা আকতার ২৪ সেপ্টেম্বর চট্টগ্রাম মহানগরীর সদরঘাট নৌ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হয়।

নিখোঁজদের মধ্যে ১৩ জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—নৌকা মালিক আলী আকবর (৪৯), মাঝি আবু তাহের (৬৯), জেলে মো. রুবেল (২৭), আমির হোসাইন (২৭), মোহাম্মদ জামাল (৪৯), মোহাম্মদ ইসাক (৩৩), জামাল আহমদ (৩৪), মোহাম্মদ হেলাল (৩৫), শেফায়ত উল্লাহ (৩৯), জয়নাল আবেদীন জইন্যা (৫০), মোহাম্মদ এহছান (৩৮), আবদুল মন্নান (৩৮) ও মোহাম্মদ ছালাউদ্দিন (৩৮)। বাকি তিনজনের নাম এখনো জানা যায়নি।

জিডি সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাট থেকে মাছ ধরতে সমুদ্রে যান আলী আকবরসহ অন্যরা। ওই রাত সাড়ে ৯টার দিকে স্ত্রী সেলিনা আকতারের সঙ্গে সর্বশেষ কথা হয় তার। এরপর থেকে তার ও অন্যদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

সেলিনা আকতার বলেন, “আমরা চট্টগ্রাম শহরে থাকি। আমার দুই ছেলে ও দুই মেয়ে। ১৩ সেপ্টেম্বর রাতে মাছ শিকারের জন্য সমুদ্রে যাওয়ার পর থেকে স্বামীর মোবাইল বন্ধ পাওয়া যায়। অন্য মাঝিমাল্লাদের সঙ্গেও আর কোনো যোগাযোগ হয়নি। ২৪ সেপ্টেম্বর থানায় জিডি করেছি। কিন্তু এখনো কোনো খোঁজ পাইনি।”

সদরঘাট নৌ থানার উপ-পরিদর্শক মো. আরিফ বলেন, “এফবি খাজা আজমীর নৌকা নিখোঁজের ঘটনায় মালিকের স্ত্রী থানায় জিডি করেছেন। বিষয়টি আমরা তদন্ত করছি। তবে এখনো কোনো অগ্রগতি হয়নি।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ