
চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসের অধীনে সরকারি কর্ম কমিশন (পিএসসি) ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন এবং ২ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন। অন্যদিকে, এমবিবিএস ডিগ্রি গ্রহণ না করায় দুইজন প্রার্থীর আবেদন বাতিল করা হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফ্রীনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর প্রকাশিত ফলাফলে ৪৮তম বিশেষ বিসিএসে মোট তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করেছিল পিএসসি। শীঘ্রই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নিয়োগ সংক্রান্ত গেজেট প্রকাশ করার কথা রয়েছে। তবে তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং ২ জনের প্রার্থীতা বাতিল হলো।
এমআর/দেশবিদেশ