• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

নানা আয়োজনে বাংলাদেশ বিমান বাহিনীর ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক / ৫২
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 29 at 5.02.03 PM

বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ বিমান বাহিনী উদযাপন করেছে তাদের গৌরবময় পথচলার ৫৪ বছর। মহান মুক্তিযুদ্ধ চলাকালে জন্ম নেয়া এই বাহিনী প্রতি বছর ২৮ সেপ্টেম্বরকে “বিমান বাহিনী দিবস” হিসেবে পালন করে থাকে।

১৯৭১ সালে পাকিস্তান বিমান বাহিনী ত্যাগ করে বাংলাদেশের অকুতোভয় বীর মুক্তিযোদ্ধারা মুক্তিকামী জনতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতার সংগ্রামে অংশ নেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে এয়ার ভাইস মার্শাল আব্দুল করিম খন্দকার, বীর উত্তম, পিএসএ (অব.) ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন। একই সময় এয়ার ভাইস মার্শাল সুলতান মাহমুদ, বীর উত্তম, এসিএসসি (অব.) ‘কিলো ফ্লাইট’-এর অধিনায়ক ছিলেন। শুধু সম্মুখযুদ্ধেই নয়, বিমান বাহিনীর সাহসী সদস্যরা সেক্টর কমান্ডারসহ নানা গুরুত্বপূর্ণ দায়িত্বও পালন করেছিলেন।

স্বাধীনতার যুদ্ধের উত্তাল দিনগুলোতে একটি স্বতন্ত্র বিমান বাহিনী গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়। সেই লক্ষ্যেই ১৯৭১ সালের ২৮ সেপ্টেম্বর ভারতের নাগাল্যান্ডের ডিমাপুরে গড়ে ওঠে ঐতিহাসিক ‘কিলো ফ্লাইট’। একটি অটার বিমান, একটি ড্যাকোটা বিমান ও একটি অ্যালুয়েট হেলিকপ্টারসহ বাঙালি বৈমানিক, কারিগরি পেশার বিমানসেনা এবং বেসামরিক বৈমানিক মিলিয়ে মোট ৫৭ জন সদস্য নিয়ে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী।

পরবর্তীতে মুক্তিযুদ্ধে ‘কিলো ফ্লাইট’ ৫০টিরও বেশি সফল বিমান অভিযান পরিচালনা করে, যা আমাদের বিজয়কে ত্বরান্বিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে।

৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিমান বাহিনীর সকল ঘাঁটি, ইউনিট এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত বাংলাদেশ বিমান বাহিনী কন্টিনজেন্টসমূহে (BANAIR) ডকুমেন্টারি প্রদর্শন, মসজিদে বিশেষ দোয়া-মোনাজাত এবং প্রীতিভোজের আয়োজন করা হয়। এছাড়াও ঢাকার তেজগাঁওয়ে বিমান বাহিনী ঘাঁটি বাশারে সমন্বিত প্রীতিভোজ অনুষ্ঠিত হয়, যেখানে ঢাকা এলাকার বিমান বাহিনীর সকল সদস্য ও প্রাক্তন বিমান বাহিনী প্রধানগণ উপস্থিত ছিলেন।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ