• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:৩৬ পূর্বাহ্ন

এবার ৮ দফা দাবিতে তিন পার্বত্য জেলায় অবরোধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক / ৪৪
সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
1759093293.Khagrachari20190731170823

৮ দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে জুম্ম ছাত্র-জনতা। একই সঙ্গে সব ধরনের পর্যটন কার্যক্রম সাময়িক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) সংগঠনটির ফেসবুক পেজে এক ঘোষণায় জানানো হয়, গুইমারায় দোকানপাট ও বাড়িঘরে লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে এই কর্মসূচি ডাকা হয়েছে। বিবৃতিতে বলা হয়, “আমরা এই বর্বরতা ও ন্যায়বিচারের অনুপস্থিতি কঠোরভাবে নিন্দা জানাই ও প্রতিবাদ করছি।”

ঘোষণায় আরও জানানো হয়, ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সড়ক অবরোধ চলবে এবং পর্যটন কার্যক্রম বন্ধ থাকবে।

৮দফা দাবির মধ্যে রয়েছে- স্কুলছাত্রী ধর্ষণ মামলায় অপর দুই আসামিকে গ্রেপ্তার, শাস্তি ও ভুক্তভোগীকে ক্ষতিপূরণসহ পুনর্বাসন করা।২৭ ও ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ি ও গুইমারায় সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত এবং ৩০ দিনের মধ্যে প্রতিবেদন প্রকাশ।হামলা ও অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও আহতদের চিকিৎসা। আন্দোলনে অংশ নেওয়া জুম্ম ছাত্রদের মুক্তি। ১৪৪ ধারা বাতিল

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, দাবিগুলো পূরণ না হলে তারা আরও কঠোর ও সুসংগঠিত আন্দোলনে যেতে বাধ্য হবে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ