• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

খাগড়াছড়ি গুইমারায় সহিংসতায় তিন পাহাড়ি নিহত, আহত অর্ধশতাধিক

নিজস্ব প্রতিবেদক / ৫৫
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
1759067195.Khagrachori 2

খাগড়াছড়ি জেলার গুইমারা উপজেলায় সহিংসতা ও দুষ্কৃতকারীদের হামলায় তিনজন পাহাড়ি নিহত হয়েছেন। এ ঘটনায় মেজরসহ ১৩ সেনাসদস্য, গুইমারা থানার ওসিসহ তিনজন পুলিশ সদস্য ও আরও অনেকে আহত হয়েছেন।

রোববার (২৮ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অতি শিগ্রই তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না। মন্ত্রণালয় নাগরিকদের শান্ত থাকার অনুরোধ করেছে।

স্থানীয়রা জানিয়েছেন, রামসু বাজারে অবরোধের সমর্থনে সড়কে আগুন দিয়ে পিকেটিং চলছিল। আইনশৃঙ্খলা বাহিনী অবরোধকারীদের সরে যেতে বললে সংঘর্ষের ঘটনা ঘটে। অবরোধকারীরা বাজারের বিভিন্ন অফিস, দোকান ও বসতঘরে আগুন ধরিয়ে দেন। এতে সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, খাদ্য নিয়ন্ত্রক ও মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়সহ বেশ কিছু স্থাপনা পুড়ে গেছে।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য ফাঁকা গুলি ছোড়ে। গুইমারা থানার ওসি এনামুল হক চৌধুরী জানিয়েছেন, পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে এবং লোকজনকে ১৪৪ ধারা মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক এ বি এম ইফতেখারুল ইসলাম এবং পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ২৩ সেপ্টেম্বর খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় এক স্কুলছাত্রী ধর্ষণের শিকার হন। অভিযোগে তিনজনকে আসামি করে মামলা হয় এবং একজন সন্দেহভাজন যুবককে আটক করা হয়। এরপর অবরোধ কর্মসূচি ও পাল্টাপাল্টি সংঘর্ষ শুরু হয়, যা শনিবার পর্যন্ত এলাকায় উত্তেজনা সৃষ্টি করে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ