• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম বন্দর ফেব্রুয়ারিতে সম্পূর্ণ ডিজিটালাইজড হবে: চেয়ারম্যান

দেশবিদেশ প্রতিবেদক / ৪৩
রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250928 WA0018

চট্টগ্রাম বন্দর আগামী ফেব্রুয়ারিতে সম্পূর্ণভাবে ডিজিটালাইজেশনের যুগে প্রবেশ করবে বলে জানিয়েছেন বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এসএম মনিরুজ্জামান

শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে নগরের নেভি কনভেনশনে বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) আয়োজিত বিশ্ব মেরিটাইম দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

তিনি বলেন, “প্রকল্পের সফল বাস্তবায়নের জন্য সকল স্টেকহোল্ডারদের প্রযুক্তিগতভাবে প্রস্তুত থাকতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএমএমওএ সভাপতি ক্যাপ্টেন আনাম চৌধুরী, সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. সাখাওয়াৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন। তিনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন ধরে নদী কেন্দ্রিক ব্যবসায়ের সাথে যুক্ত রয়েছে। তাই মেরিটাইম সেক্টরকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

বিশেষ অনুষ্ঠানে নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক এবং বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালকের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়।

মেরিটাইম সেক্টরে অবদানের জন্য সাহসিকতার পুরস্কার ও এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান করা হয়। পুরস্কার পান ক্যাপ্টেন আমির মো. আবু সুফিয়ান, ক্যাপ্টেন মো. জহিরুল ইসলাম, ক্যাপ্টেন মো. ফারহান উল্লাহ আনসারি। এক্সিলেন্স অ্যাওয়ার্ডে সম্মানিত হন ক্যাপ্টেন মহিউদ্দিন আব্দুল কাদির ও নৌ প্রকৌশলী মো. গোলাম সরওয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইকেলার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন চৌধুরী, বাংলাদেশ ইনল্যান্ড কনটেইনার ডিপোট অ্যাসোসিয়েশনের পরিচালক কামরুল ইসলাম মজুমদার এবং পোর্টসার্ভ ইন্টারন্যাশনাল লিমিটেডের সাবেক পরিচালক খায়রুল আলম সুজন।

এমআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ