• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

খাগড়াছড়িতে জুম্মা ছাত্র – জনতার ডাকে সড়ক অবরোধ

দেশবিদেশ প্রতিবেদক / ২৭
শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
IMG 20250927 WA0003

চট্টগ্রামের খাগড়াছড়িতে স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও দোষীদের গ্রেপ্তারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ডাকে চলছে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ।

শনিবার (২৭ সেপ্টেম্বর) ভোর থেকে শুরু হওয়া এ অবরোধ চলবে সন্ধ্যা পর্যন্ত।

সকাল থেকেই খাগড়াছড়ি শহরের চেঙ্গী ব্রিজ, স্টেডিয়াম এলাকা, গুইমারা উপজেলার বাইল্যাছড়ি যৌথ খামার এলাকায় পিকেটিং করে সড়কে টায়ারে আগুন দেয়। একইসাথে অবরোধের সমর্থনে জেলার বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে পিকেটিং করেছে অবরোধকারীরা।

অবরোধের ফলে খাগড়াছড়ি থেকে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে। একইসঙ্গে বন্ধ রয়েছে জেলার অভ্যন্তরীণ সড়কের যান চলাচল। অবরোধে ঢাকাসহ দূরপাল্লার অনেক গাড়ি বিভিন্ন স্থানে আটকা পড়েছে।

জুম্ম ছাত্র-জনতা নামে একটি সংগঠনের ব্যানারে ডাকা এই অবরোধে বিপাকে পড়েছে পাহাড়ের জনজীবন।

অবরোধ চলাকালে জেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি জানিয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার কাজী ওয়াজেদ আলী বলেন, গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ মোতায়েন রয়েছে।

এমএইচ/দেশবিদেশ 


এই বিভাগের অন্যান্য সংবাদ