• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৪ পূর্বাহ্ন

কৃত্রিম অক্সিজেন ছাড়া মানাসুল জয় করলেন বাবর আলী

নিজস্ব প্রতিবেদক / ৩৬
শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
images 5

প্রথম বাংলাদেশি হিসেবে কৃত্রিম অক্সিজেন ছাড়াই ৮ হাজার ১৬৩ মিটার উচ্চতার মানাসলু জয় বাবর আলী। আজ ২৬ সেপ্টেম্বর নেপালের স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে পৃথিবীর অষ্টম উঁচু পর্বতে ওঠেন এভারেস্টজয়ী এই পর্বতারোহী।

বাংলাদেশের আরেক পর্বতারোহী তানভীর আহমেদও মানাসলু শৃঙ্গে উঠেছেন। তিনি চূড়ায় পৌঁছান আজ স্থানীয় সময় রাত সাড়ে তিনটায়। বাবর আলী ও তানভীর আহমেদ তারা দুজনই পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের সদস্য।  তাঁদের এই যৌথ অভিযানের নাম  ‘মানাসলু অ্যাসেন্ট: ভার্টিক্যাল ডুয়ো’।

এর আগে গতকাল ২৫ সেপ্টেম্বর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে মানাসলু পর্বতচূড়ায় ওঠেন বাংলাদেশের পর্বতারোহী তৌফিক আহমেদ। ২০১১ সালের ১২ অক্টোবর প্রথম বাংলাদেশি হিসেবে মানাসলু শৃঙ্গে ওঠেন এভারেস্টজয়ী পর্বতারোহী এম এম মুহিত।

তানভীর আহমেদ ও বাবর আলী বাংলাদেশ থেকে নেপালে গেছেন ৫ সেপ্টেম্বর। প্রস্তুতিমূলক কাজ শেষ করে ৭ সেপ্টেম্বর তাঁরা কাঠমান্ডু থেকে গাড়িতে যান তিলচে গ্রামে। এরপর পাঁচ দিন হেঁটে তাঁরা পৌঁছান বেজক্যাম্পে।  এরপর ওপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতা ও নিম্ন তাপমাত্রার সঙ্গে খাপ খাইয়ে নেন। চূড়ান্ত অভিযানের জন্য তানভীর ২২ সেপ্টেম্বর ও বাবর ২৩ সেপ্টেম্বর বেজক্যাম্প ছাড়েন।

ভার্টিক্যাল ড্রিমার্স ক্লাবের সভাপতি ও অভিযান ব্যবস্থাপক ফরহান জামান বলেন, ‘মাউন্টেনিয়ারিং কোর্স ব্যতীত আট হাজার মিটার উচ্চতার পর্বতে সাফল্য পাওয়া সম্ভব নয় বলে যে ট্যাবু আছে, আমরা তানভীরের মাধ্যমে তা ভাঙতে পেরেছি। কারণ এ পর্যন্ত বাংলাদেশ থেকে আট হাজার মিটার উচ্চতার পর্বতশিখরে আরোহণকারীরা ছিলেন পর্বতারোহণের প্রাতিষ্ঠানিক শিক্ষা নেওয়া।’

এমএইচ/ দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ