• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৬ পূর্বাহ্ন

ফ্রান্সে রপ্তানি হচ্ছে বাঙালির প্রিয় মুড়ি ও শুকনো খাবার

দেশবিদেশ প্রতিবেদক / ৮১
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 25 at 12.25.34 PM

বাংলাদেশের মুখরোচক খাবার মুড়িসহ বিভিন্ন শুকনো খাদ্যপণ্য রপ্তানি হয়েছে ফ্রান্সে। চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে গত ১৯ সেপ্টেম্বর এক কনটেইনার পণ্য ফ্রান্সের উদ্দেশ্যে পাঠানো হয়।

চালানে রয়েছে দেড় হাজার কেজি মুড়ি, ১৩ হাজার ৫০০ কেজি সুগন্ধি চিনিগুঁড়া চাল, প্রায় এক হাজার কেজি শুকনো শিমের বীজ, এক হাজার কেজি শুকনা মরিচ, পাশাপাশি গোটা ধনিয়া ও তেজপাতা। আগামী ৩০ অক্টোবরের মধ্যে এ চালান গন্তব্যে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

চট্টগ্রামের ওয়াক অ্যান্ড এসএ লিমিটেড এ চালান রপ্তানি করেছে। পতেঙ্গার ইনকনট্রেড কনটেইনার ডিপো থেকে কাস্টমস ও বন্দরের অনুমোদন শেষে খাদ্যপণ্যগুলো জাহাজে তোলা হয়। প্রতিষ্ঠানটির অপারেশন ম্যানেজার মোহাম্মদ হাসান মিয়া বলেন, ইউরোপে ড্রাই ফুড পাঠানো একটি বড় চ্যালেঞ্জ হলেও উন্নত মানের প্যাকেজিংয়ের মাধ্যমে তা সফলভাবে সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, প্রবাসীরা এসব খাদ্যপণ্য পছন্দ করবেন এবং ভবিষ্যতে আরও পণ্য রপ্তানি করা হবে।

রপ্তানির কার্যক্রম তত্ত্বাবধান করেছে স্পিড লিংক লিমিটেড। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক হাফিজুর রহমান মিন্টু জানান, ইউরোপে বাংলাদেশি খাবার ও কুটির শিল্প সামগ্রীর ভালো চাহিদা রয়েছে। এর আগে পোড়ামাটির পণ্য ও সবজি রপ্তানি করা হলেও এবার শুকনো খাবারের চালান পাঠানো হচ্ছে।

চট্টগ্রাম বন্দরের উদ্ভিদ সংগনিরোধ কার্যালয়ের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, দেশ থেকে নিয়মিত চাল, মুড়ি, চানাচুর, চিড়া ইত্যাদি শুকনো খাবার রপ্তানি হচ্ছে। এসব পণ্য বিদেশে প্রবাসীদের চাহিদা মেটানোর পাশাপাশি দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে। ভবিষ্যতে এ ধরনের রপ্তানি আরও বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

এআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ