
এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলম (এস আলম) ও তার তিন ভাইয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালত।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের প্রেক্ষিতে আদালতের বিচারক সাব্বির ফয়েজ এই আদেশ দেন।
২০১৭ সালে ইসলামী ব্যাংক দখলের পর এস আলম গ্রুপ নামে-বেনামে ব্যাংক থেকে এক লাখ কোটি টাকারও বেশি অর্থ তুলে নেয় বলে অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংকগুলোর নিয়ন্ত্রণ হারায় গ্রুপটি। বর্তমানে ঋণগুলো একে একে খেলাপি হিসেবে চিহ্নিত হয়ে নিলামে তোলা হচ্ছে। এছাড়া গ্রুপটি সোশ্যাল ইসলামী ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকসহ মোট আটটি ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়েছিল।
এরই ধারাবাহিকতায় এস আলম ও পরিবারের নামে সিঙ্গাপুরে থাকা ৬৪টি ব্যাংক হিসাব ও ১০টি কোম্পানির শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেন আদালত। গত এক বছরে ধাপে ধাপে এস আলম পরিবারের হাজার হাজার কোটি টাকার সম্পদ, শেয়ার ও জমি জব্দ ও অবরুদ্ধ করা হয়েছে।
এর আগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি, বিভিন্ন সময়ে শেয়ার, জমি ও ব্যাংক হিসাব জব্দ এবং অবরুদ্ধ করার একাধিক আদেশ দেন আদালত।
এআরই/দেশবিদেশ