• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

ডোনাল্ড ট্রাম্পকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ ড. ইউনূসের

দেশবিদেশ ডেস্ক / ৮১
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
Yunus trump 826x497 1

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে থাকা প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন।

বুধবার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রফেসর ইউনূস প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন শীর্ষ নেতার সঙ্গে মতবিনিময় করেন। উপস্থিত ছিলেন স্পেনের রাজা ষষ্ঠ ফিলিপে, জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে।

ড. ইউনূস অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্পকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। এ ছাড়া তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং দক্ষিণ ও মধ্য এশিয়ায় মার্কিন বিশেষ দূত সার্জিও গরের সঙ্গেও সাক্ষাৎ করেন।

সূত্র- বিসিবি

এরআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ