
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় তালা ও গ্রিল কেটে আইনজীবীর ঘরে চুরির ঘটনা ঘটেছে। ভুক্তভোগী আইনজীবী মোহাম্মদ রাফিউল আজিম (৩২) এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের উকিল বাড়িতে এ চুরি হয়।
আইনজীবী রাফিউল আজিম জানান, তিনি কাজের কারণে পরিবারের সঙ্গে চট্টগ্রাম শহরে বসবাস করেন। মঙ্গলবার সকালে স্থানীয় এক প্রতিবেশীর ফোনে খবর পেয়ে গ্রামের বাড়িতে গিয়ে দেখেন ঘরের গ্রিল ও একাধিক কক্ষের তালা কাটা। আলমারি ও কক্ষগুলো তল্লাশি করে দেখা যায় নগদ টাকা, টিভি, পানির মোটরসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে।
আনোয়ারা থানার ওসি মো. মনির হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
এআরই/দেশবিদেশ