• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় বিএনপি নেতা নিহত

নিজস্ব প্রতিবেদক / ৩৬
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
cvoice24 2509230812

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মো. জয়নাল আবেদীন (৪৬) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে বারৈয়াঢালা ইউনিয়নের ছোট দারোগারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জয়নাল আবেদীন বারইয়াঢালা ইউনিয়নের পশ্চিম লালানগর গ্রামের মৃত মীর হোসেনের ছেলে ও স্থানীয় ওয়ার্ড বিএনপির সদস্য ছিলেন।

স্থানীয়রা জানান, জয়নাল আবেদীন মোটরসাইকেলে করে ব্যবসা প্রতিষ্ঠানে যাচ্ছিলেন। পথে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কুমিরা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ জাকির রব্বানী জানান, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ