• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

ছয় দিন কর্ণফুলী টানেলে চলবে মাপা গাড়ি

দেশবিদেশ প্রতিবেদক / ৪২
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
karnafuli tunnel

কর্ণফুলী টানেলে নিয়মিত রক্ষণাবেক্ষণ কার্যক্রমের অংশ হিসেবে টানা ছয় দিন সীমিত আকারে গাড়ি চলাচল করবে। তবে এ সময়ে টানেল সম্পূর্ণ বন্ধ থাকবে না বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাতে কর্ণফুলী টানেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) গোলাম সামদানী হিমেল বিষয়টি নিশ্চিত করেন। একই তথ্য সেতু কর্তৃপক্ষের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. মাসুদ রানা শিকদারের পাঠানো বিজ্ঞপ্তিতেও উল্লেখ করা হয়েছে।

গোলাম সামদানী হিমেল বলেন, “প্রতি মাসেই নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হয়। তবে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে টানেল কখনোই পুরোপুরি বন্ধ রাখা হবে না। একমুখী টিউব দিয়ে যানবাহন চলাচল করবে। জনস্বার্থে আগেভাগেই নোটিশ দিয়ে জানানো হয়েছে।”

বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত প্রতিদিন রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত রক্ষণাবেক্ষণ কার্যক্রম চলবে। এ সময় কখনো পতেঙ্গা থেকে আনোয়ারা টিউব, আবার কখনো আনোয়ারা থেকে পতেঙ্গা টিউবে ট্রাফিক ডাইভারশন করা হবে।

রক্ষণাবেক্ষণ চলাকালে যানবাহনের চাপ অনুযায়ী যাত্রীদের ৫ থেকে ১০ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। সেতু কর্তৃপক্ষ জানায়, কর্ণফুলী টানেলের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করতে সবার সহযোগিতা অপরিহার্য।

এমকেআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ