
রাত থেকে রাজধানীতে থেমে থেমে ঝরছিল বৃষ্টি। কোথাও কোথাও বয়ে গেছে ঝড়ো হাওয়া, সঙ্গে ছিল বজ্রপাত। ভোর থেকে শুরু হয় ভারী বর্ষণ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রোববার রাত ১২টা থেকে সোমবার সকাল ৯টা পর্যন্ত ঢাকায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে।
টানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে রাজধানীর মিরপুর, মতিঝিল, আরামবাগ, মগবাজার, মৌচাক, খিলগাঁও, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি, গ্রিন রোড, বিজয় স্মরণী, বংশাল, শান্তিনগর, ফার্মগেট, বনানী, হাতিরঝিলসহ অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। কোথাও কোথাও সড়কে গাছ উপড়ে পড়েছে, যানবাহন বিকল হয়ে পড়েছে। ফলে যান চলাচল হয়ে পড়ে ধীরগতির, সৃষ্টি হয় তীব্র যানজট।
শিক্ষার্থী ও অফিসগামী মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সড়কে যানবাহন সংকট তৈরি হয়েছে, আবার পাওয়া গেলেও রিকশা ও অন্যান্য যানবাহনে ভাড়া নেওয়া হচ্ছে তিন থেকে চার গুণ বেশি।
এদিকে যানজট নিরসনে সকাল থেকে সড়কে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বনানী ঢাকা গেট এলাকায় পানির কারণে যানবাহন চলাচল ধীর হয়ে পড়ায় বিকল্প হিসেবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছে ট্রাফিক গুলশান বিভাগ।
অন্যদিকে মিরপুরের কাজীপাড়া মেট্রোরেল স্টেশন সংলগ্ন এলাকায় জলাবদ্ধতায় এক লেন দিয়ে যান চলাচল করছে। টেকনিক্যাল ক্রসিং এলাকায় ঝড়ে উপড়ে পড়া গাছ অপসারণেও কাজ করছে ট্রাফিক বিভাগ।
এআরই/দেশবিদেশ