
বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি) নিজস্ব অর্থায়নে দুটি আধুনিক বাল্ক ক্যারিয়ার সংগ্রহে চুক্তি স্বাক্ষর করেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি হয়। প্রধান অতিথি ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
প্রতিটি জাহাজের ধারণক্ষমতা ৬৩,৫০০ ডেডওয়েট টন (ডিডব্লিউটি)। দুটি জাহাজের মোট মূল্য ৭৬.৬৯৮ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৯৩৫ কোটি ৭০ লাখ টাকা)। যুক্তরাষ্ট্রভিত্তিক হেলেনিক ড্রাই বাল্ক ভেঞ্চারস এলএলসি-র প্রস্তাব অনুমোদিত হয়েছে। জাহাজ দুটি চীনে নির্মিত।
প্রস্তাবিত জাহাজগুলোতে থাকবে আধুনিক প্রযুক্তি— কন্ট্রা রোটেটিং প্রপেলার, এরোডাইনামিক ব্রিজ ডিজাইন, সিলেক্টিভ ক্যাটালিটিক রিডাকশন সিস্টেম এবং আইএমও টিয়ার-III সার্টিফাইড ইঞ্জিন। এছাড়া ইউরোপীয় ও জাপানি যন্ত্রাংশ ব্যবহার করে এগুলো তৈরি হবে।
বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমডোর মাহমুদুল মালেক জানান, নতুন দুটি জাহাজ যুক্ত হলে বহরের পরিবহন সক্ষমতা প্রায় ১ লাখ ২০ হাজার ডিডব্লিউটি বাড়বে। পাশাপাশি বছরে ১৫০ জন নাবিকের কর্মসংস্থান হবে।
তিনি আরও জানান, ২০২৪-২৫ অর্থবছরে বিএসসি সর্বোচ্চ ৬০০ কোটি টাকা আয় করেছে, যার মধ্যে নিট মুনাফা ৩০০ কোটি টাকা— প্রতিষ্ঠার পর এটি সর্বোচ্চ মুনাফা।
অনুষ্ঠানে জানানো হয়, নতুন দুটি জাহাজের নামকরণ করা হয়েছে ‘বাংলার প্রগতি’ ও ‘বাংলার নবযাত্রা’। আগামী এক বছরের মধ্যে বিএসসিকে আরও তিনটি জাহাজ দেওয়া হবে এবং চীন থেকে জিটুজি ভিত্তিতে চারটি জাহাজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।
এআরই/দেশবিদেশ