
ভারতের আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী ফ্লাইট বিধ্বস্ত হয়ে নিহত চার যাত্রীর পরিবার বিমানের নির্মাতা বোয়িং ও যন্ত্রাংশ প্রস্তুতকারক হানিওয়েলের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
চলতি বছরের ১২ জুন আহমেদাবাদ থেকে উড্ডয়নের কয়েক সেকেন্ড পরই এয়ার ইন্ডিয়ার ফ্লাইট ১৭১, একটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার, ভূপাতিত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় ২৬০ জনের প্রাণহানি ঘটে।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দায়ের করা মামলার নথি বিবিসি পর্যালোচনা করে জানিয়েছে, দুর্ঘটনার মূল কারণ ছিল বিমানের ‘ত্রুটিপূর্ণ ফিউয়েল সুইচ’।
অভিযোগে বলা হয়েছে, বোয়িং ও হানিওয়েল উভয় প্রতিষ্ঠানই এয়ারক্র্যাফটের নকশায় থাকা এ ত্রুটি আগে থেকেই জানত। কিন্তু কোনো পদক্ষেপ নেয়নি। তাদের অবহেলার কারণেই শত শত যাত্রী প্রাণ হারায় বলে মামলায় দাবি করা হয়েছে।
এমকেআর/দেশবিদেশ