• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৭ পূর্বাহ্ন

চকরিয়ায় মহাসড়ক থেকে নবজাতকের লাশ উদ্ধার

 চকরিয়া প্রতিনিধি / ২৬
বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 09 17 at 6.25.00 PM

চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের চকরিয়া মাতামুহুরী সেতু এলাকার পাশ থেকে সদ্যভূমিষ্ঠ এক নবজাতকের লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কে বা কারা নবজাতকটিকে সেখানে ফেলে যায় বলে ধারণা করা হচ্ছে।

পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নবজাতককে মৃত ঘোষণা করেন।

চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদীন জানান, হাসপাতালে আনার পর শিশু বিশেষজ্ঞ পরীক্ষা করে নবজাতককে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, স্থানীয়দের সহায়তায় নবজাতকের লাশ সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।ৎ


এই বিভাগের অন্যান্য সংবাদ