• সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ

গ্যারেজে তৈরি হচ্ছিলো নকল সাবান, র‍্যাবের অভিযানে পড়েছে ধরা

কর্ণফুলী প্রতিনিধি / ১৭
রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
597933994 122181558914466590 2244230636042214476 n 2 2512140947

চট্টগ্রাম নগরীর কর্ণফুলী থানাধীন মইজ্জ্যারটেক শিকলবাহা এলাকায় অবৈধভাবে নকল সাবান উৎপাদন কারখানার সন্ধান মিলেছে। এসময় কারখানা থেকে পাওয়া সকল প্রকার সাবান ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

রবিবার (১৪ ডিসেম্বর) র‌্যাব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন ।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন , গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আমরা আজ অভিযান চালিয়েছি। কারখানাটিতে দীর্ঘদিন ধরে তারা নকল সাবান তৈরি করছে। আমরা আজ কারখানায় দুজনকে পেয়েছি। তাদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, রাতের বেলায় লোকজন এসে সাবান তৈরির কাজ সম্পন্ন করেন। তারা বিভিন্ন কোম্পানির লোগো ব্যবহার করছে। এমনকি তারা সাবানে যেসব ক্যামিকেল ব্যবহার করছে সেগুলো মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। কারখানাটি সিলগালা করে দেওয়া হবে।

মেহেদী/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ