
চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে দেশের স্বার্থবিরোধী কোনো পরিকল্পনা বাস্তবায়িত হতে দেওয়া হবে না বলে সতর্ক করে বিবৃতি দিয়েছে চট্টগ্রাম মহানগর বিএনপি।
রোববার (৭ ডিসেম্বর) গণমাধ্যমে চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ এবং সদস্য সচিব নাজিমুর রহমান একটি বিবৃতি পাঠানো হয়।
বিবৃতিতে তারা বলেন, দেশ আজ কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। গণতান্ত্রিক উত্তরণ ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলার সময়ে একটি কুচক্রী মহল দেশের লাইফলাইনখ্যাত চট্টগ্রাম বন্দর নিয়ে গভীর চক্রান্তে লিপ্ত। বিশেষ করে লাভজনক স্থাপনা এনসিটিকে বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের চেষ্টা কোনোভাবেই দেশের স্বার্থে নয়। পতিত স্বৈরাচার সরকারের নেওয়া স্বার্থবিরোধী পরিকল্পনা বাস্তবায়ন করা বর্তমান অন্তবর্তীকালীন সরকারের কাজ হতে পারে না।
বিবৃতিতে আরও বলা হয়, গত বছরের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন ও পেশাজীবী সংগঠন বন্দর স্থাপনাগুলো বেসরকারিকরণের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। কিন্তু এখনো অবৈধভাবে কণ্ঠরোধের চেষ্টা চলছে। চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিকদল (সাবেক সিবিএ) নেতৃবৃন্দসহ শ্রমিক নেতাদের বিরুদ্ধে ‘ফ্যাসিবাদী কায়দায়’ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণেরও নিন্দা জানায় মহানগর বিএনপি। বন্দর কর্তৃপক্ষ যদি স্বৈরাচারী ও অনিয়মতান্ত্রিক আচরণ থেকে সরে না আসে, তবে জনগণ ও শ্রমিক–কর্মচারীদের স্বার্থে কঠোর ও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো।