• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:১২ অপরাহ্ন

চট্টগ্রামে পেঁয়াজের বাজারে নেমেছে স্বস্তির হাওয়া, তবে ব্যবসায়ীরা শঙ্কায়

নিজস্ব প্রতিবেদক / ১৩
রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
WhatsApp Image 2025 12 07 at 8.56.59 PM

দেশের বাজারে পেঁয়াজের অস্থিরতা কমাতে সীমিত পরিসরে আমদানির অনুমতি দিয়েছে সরকার। এ ঘোষণার পরই দেশের বৃহত্তম পাইকারি বাজারগুলোতে পেঁয়াজের দামে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। মাত্র এক দিনে মানভেদে কেজিতে ২৫-৩০ টাকা পর্যন্ত কমেছে দাম।

রোববার (৭ ডিসেম্বর) খাতুনগঞ্জসহ বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, শনিবার ১১০-১২৫ টাকায় বিক্রি হওয়া পেঁয়াজ এখন নেমে এসেছে ৭০-৯০ টাকার ঘরে। নতুন মৌসুমের মুড়িকাটা পেঁয়াজের সরবরাহ বাড়তে থাকায় বাজারে চাপ তৈরি হয়েছে। দাম আরও কমতে পারে এমন আশায় খুচরা ব্যবসায়ীরা এখন কম পরিমাণে পেঁয়াজ তুলছেন।

খাতুনগঞ্জ হামিদুল্লাহ মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস বলেন, আমদানির অনুমতির সংবাদ ছড়াতেই আড়তে দাম ২০-৩০ টাকা কমেছে। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি ৯০-১০০ টাকা ও মুড়িকাটা ৭০-৮০ টাকায় বিক্রি হচ্ছে। ফলে চাষিদের কাছ থেকে বেশি দামে যাঁরা পেঁয়াজ কিনেছিলেন, তারা লোকসানে পড়ার আশঙ্কায় আছেন।

কৃষি মন্ত্রণালয় শনিবার বিজ্ঞপ্তি দিয়ে জানায়, রবিবার (৭ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিদিন ৫০টি আইপি (আমদানি অনুমতি) দেওয়া হবে। যে আবেদনকারীরা ১ আগস্টের আবেদনের তালিকায় আছেন, কেবল তারাই আবেদন করতে পারবেন। একজন আমদানিকারক সর্বোচ্চ একবারে ৩০ টন পেঁয়াজ আনতে পারবেন।

একজন আমদানিকারক মোহাম্মদ আবদুল মান্নান বলেন, মেহেরপুর থেকে আনা এক ট্রাক মুড়িকাটা পেঁয়াজ কেজিতে ৮৮-৯০ টাকায় বিক্রি করেছি। হাতে থাকা সামান্য পেঁয়াজের দামও নেমে গেছে এলসির পেঁয়াজ আসছে—এমন খবরে। তিনি মনে করেন , অপরিপক্ব পেঁয়াজ বাজারে তাড়াহুড়া করে আনার কারণে ওজন কমে চাষিরাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন; উৎপাদন বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

আড়তদার সৃজন দাশ বলেন, দেশি পেঁয়াজের পূর্ণ পরিপক্বতা এখনও হয়নি। গতকাল ১১০ টাকায় বিক্রি হওয়া নতুন পেঁয়াজ বর্তমানে ৮০ টাকায়। পুরোনো পেঁয়াজও ১২৫-১৩০ টাকা থেকে নেমে ১০০ টাকায় এসেছে। ভারতের পেঁয়াজ আসার সম্ভাবনাই মূলত এই দরপতনের কারণ।

খুচরা বাজারে প্রভাব ধীরগতিতে পড়ছে। মুদি দোকানগুলোর দাবি—আগে বেশি দামে কেনার কারণে তারা এখনো ১২০-১৩০ টাকায় বিক্রি করছে। তবে রিকশাভ্যান বা ভাসমান বিক্রেতাদের কাছে কম মূল্যে পাওয়া যাচ্ছে।

এদিকে, দাম বেড়ে যাওয়ায় পেঁয়াজ কলির জনপ্রিয়তাও বেড়েছে। তবে বর্তমানে কেজি প্রতি ১১০ টাকায় বিক্রি হচ্ছে পেঁয়াজ কলি।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ