• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

চট্টগ্রামে বিয়ের সামাজিক বৈঠকে যুবক খুন

দেশবিদেশ প্রতিবেদক / ৯
শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
kill 1764960047
চট্টগ্রামে বিয়ের বৈঠকে যুবককে ছুরিকাঘাতে হত্যা

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় বিয়ে নিয়ে সামাজিক বৈঠকে কথা কাটাকাটির জেরে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। একই ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার নাজিরহাট বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক হলেন একই এলাকার জহুরুল ইসলামের ছেলে মো. রবিউল হোসেন বাবু (৩৭) । এছাড়া ছুরিকাঘাতে আহতরা হলেন- ইমন ও টিপু। চিকিৎসার জন্য তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। এ ঘটনায় ঘাতক জসিমকে আটক করে পুলিশকে খবর দিয়েছে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে উপজেলার নাজিরহাট বাজার সংলগ্ন জহুর কোম্পানির বাড়িতে বিয়ে নিয়ে দুই পক্ষের মধ্যে একটি সামাজিক বৈঠক বসে। সেখানে কথা-কাটাকাটির জেরে জসিম উত্তেজিত হয়ে রবিউল, ইমন ও টিপুকে ছুরিকাঘাত করে। পরে উপস্থিত লোকজন দ্রুত তাদের ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রবিউলকে মৃত ঘোষণা করেন।

ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারী মোহাম্মদ ইব্রাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত অবস্থায় স্থানীয়রা তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। বাকি দু’জন বর্তমানে চিকিৎসাধীন।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ