• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

নির্বাচনের তপশিল ঘোষণার তারিখ এখনো চূড়ান্ত হয়নি

নিজস্ব প্রতিবেদক / ৩
শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
image 246637 1764943615

আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।

শুক্রবার (০৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, তপশিল ঘোষণার বিষয়ে এখন পর্যন্ত নির্বাচন কমিশন কোনো সিদ্ধান্ত নেয়নি। কেউ যদি কোনো তারিখ প্রচার করেন, তা তাদের ব্যক্তিগত ধারণা বা হিসাব-নিকাশের ভিত্তিতে, এবং সম্পূর্ণ তাদের নিজস্ব দায়িত্বে।

তিনি বলেন, দেশের সাম্প্রতিক পরিস্থিতিতে দায়িত্বশীল সংবাদ পরিবেশন অত্যন্ত জরুরি এবং এ ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তিনি।

প্রসঙ্গত, বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হচ্ছে- নির্বাচনের তপশিল ১১ ডিসেম্বর ঘোষিত হতে পারে। আবার কিছু সংবাদমাধ্যম ফেব্রুয়ারিতে ভোটগ্রহণের সম্ভাব্য তারিখও উল্লেখ করছে।

এদিকে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের তপশিল নিয়ে আলোচনা করতে নির্বাচন কমিশন (ইসি) আগামী রোববার আনুষ্ঠানিক বৈঠকে বসবে। তপশিল ঘোষণার বিষয়টি নিয়ে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের সঙ্গে আলোচনার জন্য ইসি চিঠি পাঠিয়েছে। গত বৃহস্পতিবার পাঠানো এই চিঠিতে ১০ বা ১১ ডিসেম্বর সাক্ষাতের সময় চাওয়া হয়।

রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন ইসির চিঠির জবাবে আগামী ১০ ডিসেম্বর দুপুর ১২টায় সাক্ষাতের সময় নির্ধারণ করেছেন বলে জানা গেছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ