• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ অপরাহ্ন

কেবিন থেকে সিসিইউতে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক / ১০
বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
1764232637 0efc294e4f8e7503dd493587fa8b4490

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে সাংবাদিকদের তিনি জানান, মেডিকেল বোর্ডে যুক্ত দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। দলের পক্ষ থেকে তিনি দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করেন।

এর আগে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানিয়েছিলেন, খালেদা জিয়ার বুকে ইনফেকশন দেখা দিয়েছে এবং তার হার্ট ও ফুসফুসও আক্রান্ত হয়েছে। রোববার (২৩ নভেম্বর) রাতে তিনি এসব তথ্য প্রকাশ করেন।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফিরোজা থেকে স্বাস্থ্য পরীক্ষা উদ্দেশ্যে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়। সেই সময় তার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন জানান, বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন হওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসনকে।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ