• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:০৯ অপরাহ্ন

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন, ধরা খেলো ৩ জনকে

নিজস্ব প্রতিবেদক / ২১
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪ 1 2

হালদা নদীতে ইঞ্জিনচালিত ড্রেজারের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে তিনজনকে এক লাখ টাকা জরিমানা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহেদ আরমান। সোমবার (২৪ নভেম্বর) উত্তর মার্দারশার রামদাস মুন্সিরহাট এলাকায় পরিচালিত ভ্রাম্যমাণ অভিযানে এ দণ্ড দেওয়া হয়।

অভিযানে নদী থেকে ড্রেজার মেশিন ব্যবহার করে বালু উত্তোলন ও পরিবহনের প্রমাণ মেলে। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুযায়ী তিনজনকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানা আদায়ে ব্যর্থ হলে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগের নির্দেশনাও দেওয়া হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান বলেন, “হালদা নদীর পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় অভিযান অব্যাহত থাকবে। কোনোভাবেই অবৈধ বালু উত্তোলন বরদাস্ত করা হবে না।”

অভিযানে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শওকত আলী, নৌপুলিশ এবং হালদা নদী তদারকিতে দায়িত্বপ্রাপ্ত পাহারাদাররা।

রায়হান/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ