• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

সন্দ্বীপে ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৭০জন শিক্ষার্থীদের নিয়ে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি বৃত্তির আয়োজন

নিজস্ব প্রতিবেদক / ২৪
সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫
FB IMG 1763925034220

চট্টগ্রামের সন্দ্বীপের সারিকাইত ইউনিয়নের সাবেক চেয়ারম্যানের স্মরণে মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(২২ নভেম্বর) সকালে আব্দুল মালেক লেদু চেয়ারম্যান স্মৃতি ফাউন্ডেশন সাউথ সন্দ্বীপ কলেজ কেন্দ্রে এ পরীক্ষার আয়োজন করে।

পরীক্ষায় উপজেলার ৮৪টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৫৭০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। যেখানে ছিলো ১৯টি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ১৭৩ জন, ৫টি দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির ৩৯ জন,১টি জুনিয়র হাই স্কুলের ১১ জন,৬৫টি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ৩৯৭ জন এবং ৯টি ইবতেদায়ী মাদ্রাসার চতুর্থ শ্রেণির ৮৫ জন শিক্ষার্থী।

পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।

এসময় ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন – “এ মেধা বৃত্তি পরীক্ষা স্থানীয় শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব ও উচ্চশিক্ষার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি করবে।”

এছাড়াও সাউথ সন্দ্বীপ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ একে.এম.ফিরোজ খাঁন, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য মোঃ রফিক আলম, জীবনবীমা কর্পোরেশন সাবেক কর্মকতা মোঃ নুরুল আফসার, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুজন, পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান, হল সুপার কাজী মাহবুবুর রহিম,আহবায়ক ইউসুপ আলী মামুন, সন্দ্বীপ থানার ওসি তদন্ত জনাব মোঃ জুয়েল, সন্দ্বীপ উপজেলা যুবদলের সদস্য সচিব এম,এ, আজিজসহ বিভিন্ন ব্যক্তিবর্গ পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন।

পরীক্ষা নিয়ন্ত্রক আব্দুল মান্নান ও সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক শোয়াইব , আহ্বায়ক সদস্য নাসির পনির, ইবনুস সারমান ইরান, সন্দ্বীপ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এস এম আইয়ুব আলী ও বিশিষ্ট সমাজসেবক রফিকুল আলম,চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা নিজাম উদ্দিন,সন্দ্বীপ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্নআহবায়ক মোঃ নজরুল ইসলাম সহবিভিন্ন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকরা পরীক্ষার দায়িত্ব পালন করেন।

মেহেদী/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ