
চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক যুবকের মৃত্যু হয়েছে। ফুসফুসে পানি জমা ও ডেঙ্গুজনিত হেপাটাইটিসে আক্রান্ত হওয়ায় তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৫।
মৃত যুবকের নাম ফরিদ আহমেদ (৩৯)। তিনি নগরীর বাকলিয়া এলাকার বাসিন্দা। সোমবার (২৪ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সিভিল সার্জন কার্যালয় থেকে পাঠানো প্রতিবেদনে জানানো হয়, ১৫ নভেম্বর ডেঙ্গু জটিলতা নিয়ে ফরিদ আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত হওয়ার পর তার শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে থাকে। ফুসফুসে পানি জমে শ্বাসকষ্ট দেখা দেয় এবং ডেঙ্গুজনিত হেপাটাইটিসে লিভারের প্রদাহ শুরু হলে অঙ্গটির কার্যকারিতা নষ্ট হয়ে যায়।
রক্তচাপ কমে যাওয়ায় শরীরে তরল জমতে শুরু করে এবং কিডনিও ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তার মৃত্যু হয়।
এর আগের দিন একই হাসপাতালে মারা যান নাহিদা আক্তার (২৭) নামে আরও এক নারী ডেঙ্গু রোগী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্যানুসারে, সোমবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় নতুন করে ১৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ১০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু। চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৩৬০ জনে। শুধুমাত্র নভেম্বরে ২৪ দিনে আক্রান্ত হয়েছেন ৮৫৫ জন, মারা গেছেন ৫ জন।
এআরই/দেশবিদেশ