
বিএনপির রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফার পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে চট্টগ্রাম-৩(সন্দ্বীপ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী নেতা ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন সমর্থিত মহিলা দলের একাংশরা।
১৭ নভেম্বর(সোমবার) সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়নে লিফলেট বিতরণ করা হয়।
লিফলেট বিতরণকালে মহিলা দলের নেত্রী রোকসানা বেগম, পাইমা আক্তার, ইয়াসমিন বেগমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এসসময় তারা মানুষের দ্বারে দ্বারে গিয়ে ৩১ দফার পক্ষে জনসর্থন তৈরি করে ও ধানের শিষে ভোট চান। একই সঙ্গে তারা সন্দ্বীপ আসনে ধানের শিষ প্রতীকের কাণ্ডারি হিসেবে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের বিকল্প নেই বলেও দাবি করেন।