
মাত্র ২৯ দিনের ব্যবধানে আবারও বদলি করা হলো চট্টগ্রামের জেলা প্রশাসক (ডিসি)। নারায়ণগঞ্জের বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুল ইসলাম মিঞাকে চট্টগ্রামের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
২৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের এই কর্মকর্তা ২০২৪ সালের ১৪ জানুয়ারি নারায়ণগঞ্জের ডিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।
এর আগে ফেনীর ডিসি সাইফুল ইসলামকে চট্টগ্রামের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হলেও মাত্র ২৯ দিন পরই তাকে বদলি করা হলো। তারও আগে মাত্র ২৪ দিন আগে মোহাম্মদ আব্দুল আউয়ালকে চট্টগ্রামের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হলেও তিনি যোগদানের আগেই সেই আদেশ বাতিল করে সরকার।
রাযহান/দেশবিদেশ