• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

খুনের মহোৎসবে মেতেছে চট্টগ্রাম, এবার এক রাতেই ৩ খুন

দেশবিদেশ প্রতিবেদক / ৪২
শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
IMG 20250825 WA0053

চট্টগ্রামে এক রাতেই তিনটি পৃথকস্থানে তিনজনকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাতের বিভিন্ন সময়ে চট্টগ্রাম মহানগর, রাঙ্গুনিয়া ও ফটিকছড়িতে এসব হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—রাঙ্গুনিয়ার পশ্চিম সরফভাটার নাজের আহমদের ছেলে ও সরফভাটা ইউনিয়ন শ্রমিকদলের সহ-সভাপতি আব্দুল মান্নান (৪২)।চট্টগ্রাম নগরের মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ।ফটিকছড়ির ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদ।

রাঙ্গুনিয়ায় শ্রমিকদল নেতা মান্নান গুলিতে নিহত

রাত ১০টার দিকে দক্ষিণ রাঙ্গুনিয়ার ৬ নম্বর ওয়ার্ডের বুলাইন্নের বাড়ি টেক এলাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে আব্দুল মান্নানকে। স্থানীয় ক্ষেত্রবাজার এলাকায় তাকে লক্ষ্য করে গুলি করা হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রাঙ্গুনিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন জানান, হত্যার কারণ এখনো পরিষ্কার নয়। নিহত মান্নান বালুর ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং কয়েকটি টিম কাজ করছে।

চট্টগ্রাম নগরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে আকাশ খুন

এনায়েতবাজারের কসাইপাড়া এলাকায় পাওনা টাকা নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে খুন হন মোবাইল সার্ভিসিং দোকানি আকাশ। মোবাইলের ডিসপ্লে বদলের পর আকাশের কাছে টাকা বাকি রেখেছিল পরিচিত সানি। রাতে টাকা চাইতে গেলে কথা-কাটাকাটি হয়, পরে সানি ও তার সহযোগীরা আকাশকে একাধিকবার ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

সিএমপি কোতোয়ালি থানার ওসি এম এ করিম জানান, ঘটনায় জড়িতদের মধ্যে একজনকে আটক করা হয়েছে। বাকি দুজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

ফটিকছড়িতে পূর্বশত্রুতার জেরে ইলেকট্রিশিয়ান মাসুদ খুন

ফটিকছড়ির উত্তর ধুরং এলাকায় বুধবার (১২ নভেম্বর) রাতে পূর্বশত্রুতার জেরে কয়েকজন মিলে লোহার রড ও লাঠি দিয়ে মারধর করে ইলেকট্রিশিয়ান আব্দুল্লাহ আল মাসুদকে। গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

তিনটি হত্যাকাণ্ডে এলাকায় চরম উদ্বেগ তৈরি হয়েছে। প্রতিটি ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেপ্তারে পুলিশ কাজ করে যাচ্ছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মেহেদী/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ