• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৫ অপরাহ্ন

ফিশারিঘাটে প্রাইভেটকারে ১ লাখ পিস ইয়াবা, চালক পালিয়েছে

নিজস্ব প্রতিবেদক / ২৮
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
দেশবিদেশ২৪

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ফিশারিঘাট এলাকায় পুলিশের চেকপোস্টে থামানো এক প্রাইভেটকার থেকে উদ্ধার করা হয়েছে ১ লাখ পিস ইয়াবা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক পালিয়ে যায়।

কোতোয়ালী থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ফিশারিঘাট এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় সন্দেহভাজন একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক দ্রুত গাড়ি রেখে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ইয়াবার প্যাকেটগুলো উদ্ধার করা হয়।

কোতোয়ালী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নূরে আল মাহমুদ বলেন, “প্রাইভেটকার থেকে ১০টি প্যাকেটে প্রায় ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। প্রতিটি প্যাকেটে আনুমানিক ১০ হাজার করে ইয়াবা ছিল। ঘটনাস্থল থেকে গাড়িটি জব্দ করা হয়েছে, আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

এআরই/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ