• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১৬ অপরাহ্ন

ঘুষ ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত ফটিকছড়ির প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক / ২৬
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
1763019291 700567ec926069fb146aa8a71c621a8d 1

ফটিকছড়ি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিমেল কদর, যিনি ঘুষ ও দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে এক সময় সমালোচনার মুখে পড়েছিলেন, অবশেষে বদলি হয়ে নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলায় যোগ দিয়েছেন।

এর আগে তিনি স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছিলেন। কয়েকদিন পরই প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন–১) স্বাক্ষরিত অফিস আদেশে মঙ্গলবার (১১ নভেম্বর) তাঁর বদলির নির্দেশ জারি করা হয়।

গত কয়েক মাসে ফটিকছড়ি উপজেলায় তাঁর পুনরায় দায়িত্ব নেওয়ার সিদ্ধান্তে স্থানীয় শিক্ষক সমাজে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছিল। শিক্ষকেরা প্রকাশ্যে অফিস কার্যক্রম বর্জনের হুঁশিয়ারি দেন এবং বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

২৬ অক্টোবর সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজিমেল কদর বলেন, “শিক্ষকরাই আমার কাজের অংশীদার। তারা যদি না চান, আমি এখানে থাকব না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এখান থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার চাকরির শেষ সময়ে এখানেই থাকতে চেয়েছিলাম, কিন্তু যারা সঙ্গে কাজ করবেন তারা চাইবেন না, তাই স্বেচ্ছায় পদত্যাগ করছি।”

ফটিকছড়ি উপজেলা শিক্ষক নেত্রী রহিমা বেগম বলেন, “আমরা কোনো কর্মকর্তার বিরুদ্ধে নই। তবে শিক্ষা অফিসে আস্থা ফিরিয়ে আনতে বিতর্কিত ব্যক্তিদের দায়িত্বে না রাখাই ভালো। তাঁর চলে যাওয়ার সিদ্ধান্তে শিক্ষক সমাজে স্বস্তি ফিরেছে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক চৌধুরী জানান, “শিক্ষকদের সঙ্গে সমন্বয় করে কার্যকরভাবে দায়িত্ব পালন সম্ভব নয়। তাই বদলি সিদ্ধান্ত যৌক্তিক এবং যুক্তিসংগত।”

উল্লেখ্য, ২০১৯ সালে ফটিকছড়ির বেড়াজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাসলিমা আক্তারের কাছ থেকে বদলির বিনিময়ে ঘুষ গ্রহণের সময় দুদকের হাতে গ্রেপ্তার হন আজিমেল কদর। তদন্ত শেষে আদালত তাঁকে ২ বছর ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও জরিমানা দেন।

সাজাপ্রাপ্ত এই কর্মকর্তাকে পুনরায় ফটিকছড়িতে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত সমালোচনার মুখে পড়ে। পরিস্থিতি বিবেচনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর অবশেষে তাঁকে ফটিকছড়ি থেকে সরিয়ে খালিয়াজুরীতে বদলি করেছে।

ইআর/দেশবিদেশ


এই বিভাগের অন্যান্য সংবাদ