• শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:১১ অপরাহ্ন

গুলিস্তানে নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ে আগুন, বিক্ষোভকারীদের অবস্থান কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক / ২৫
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
1763032539 5c99777164aa0d07c938d9d871b4f047

রাজধানীর গুলিস্তানে বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শেখ হাসিনার রায়ের তারিখ ঘোষণার পরদিন বুধবার (১২ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন রাজনৈতিক সংগঠন ও প্ল্যাটফর্মের নেতাকর্মীরা সেখানে অবস্থান কর্মসূচি শুরু করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই কার্যালয়ের সামনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ঢাকা মহানগর দক্ষিণের ব্যানারে ‘অবস্থান কর্মসূচি’ চলছিল। পাশাপাশি জুলাই আন্দোলনে আহত ও নিহতদের পরিবারের সদস্যদের সংগঠন ‘জুলাই যোদ্ধা সংসদ’ এবং ‘ইনকিলাব মঞ্চ’-এর নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।

বিক্ষোভকারীদের দাবি, আওয়ামী লীগের ‘নাশকতা ও দেশবিরোধী কর্মকাণ্ডের’ প্রতিবাদে তারা এ কর্মসূচি পালন করছেন। পাশাপাশি নিষিদ্ধ আওয়ামী লীগকে স্থায়ীভাবে বিলুপ্ত করা এবং ১৭ নভেম্বর ঘোষিত রায়ে শেখ হাসিনাসহ তিন আসামির সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিও জানান তারা।

অবস্থানের এক পর্যায়ে বিক্ষোভকারীরা ভবনের ভেতরে থাকা কিছু পরিত্যক্ত আসবাবপত্র একত্র করে আগুন ধরিয়ে দেন। পরে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।


এই বিভাগের অন্যান্য সংবাদ