
বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (১২ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সৌজন্য সাক্ষাতে দুই পক্ষের মধ্যে গণতন্ত্র, মানবাধিকার ও নির্বাচনী পরিবেশসহ নানা সমসাময়িক ইস্যুতে মতবিনিময় হয়।
দলীয় সূত্রে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রগতি ও আগামী নির্বাচনের স্বচ্ছতা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। অন্যদিকে বিএনপি নেতৃত্ব নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের প্রয়োজনীয়তার ওপর জোর দেয়।
বৈঠকে বিএনপি মহাসচিবের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব ও তারেক রহমানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
রায়হান/দেশবিদেশ