• সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৩:৩৮ অপরাহ্ন

দীপ আর ফিরবেন না, আসবে না নতুন ভিডিও

/ ৩৪
বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মারা গেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিপঙ্কর দীপ। মঙ্গলবার(১২ নভেম্বর) মালয়েশিয়ার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহত কনটেন্ট ক্রিয়েটর সিলেটের বাসিন্দা।

পারিবারিক বিনোদনমূলক কনটেন্ট তৈরি করে দিপঙ্কর দীপ সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ জনপ্রিয়তা অর্জন করে। সিলেটি আঞ্চলিক ভাষায় নির্মিত তার ভিডিওগুলো যেমন দর্শকদের হাসিয়েছে, তেমনি ছুঁয়েছে হৃদয়ও। প্রায় সাড়ে তিন লাখ অনুরাগীর ভালোবাসায় ঘেরা সেই দীপের আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ হয়ে গেছে ফেসবুকজগৎ।

জানা গেছে, উচ্চশিক্ষার উদ্দেশ্যে গত আগস্টে মালয়েশিয়ায় যান দীপ। মৃত্যুর কিছু ঘণ্টা আগেও তার ফেসবুক পেজে পোস্ট হয় স্বাভাবিক একটি ছবি। কিন্তু ভোর হওয়ার আগেই ছড়িয়ে পড়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যুর খবর।

এমন আকস্মিক চলে যাওয়া মেনে নিতে পারছেন না কেউ। অনুরাগীদের ফেসবুক ওয়ালজুড়ে এখন একটাই আক্ষেপ— “আর কোনো নতুন ভিডিও আসবে না দীপের পেজে।”

মাহতাব/দেশবিদেশ

 


এই বিভাগের অন্যান্য সংবাদ