অনলাইনে অনেক মেয়ে এমন কিছু বিষয় খোঁজেন, যা হয়তো তারা প্রকাশ্যে আলোচনা করতে স্বস্তি বোধ করেন না। গুগল সার্চ–ট্রেন্ড বিশ্লেষণে দেখা যায়, ব্যক্তিগত পরিচর্যা, সৌন্দর্য, ত্বক ও চুলের যত্ন নিয়ে মেয়েদের অনুসন্ধান সবচেয়ে বেশি।
গোপনে মেয়েরা গুগলে যে শীর্ষ ১০টি বিষয় সবচেয়ে বেশি সার্চ করেন—
- বলিরেখামুক্ত ত্বক পাওয়ার উপায়
৩০ বছরের পর বলিরেখা কমানো, অ্যান্টি-এজিং স্কিন কেয়ার রুটিন ও ঘরোয়া টিপসই থাকে অনুসন্ধানের শীর্ষে। - স্মোকি আই মেকআপ টিপস
স্টেপ–বাই–স্টেপ টিউটোরিয়াল, কোন ব্রাশ বা কোন শেড ব্যবহার করলে লুকটি নিখুঁত হয়—এসব বিষয়ে সার্চ বেশি। - চোখের নিচের ফোলাভাব দূর করার উপায়
শসা, আলু, আইস কিউবসহ ঘরোয়া প্রতিকার এবং গুরুতর হলে কখন চিকিৎসকের কাছে যেতে হবে—এসবই সার্চে পাওয়া যায়। - অবাঞ্ছিত লোম দূর করার নিরাপদ পদ্ধতি
ওয়াক্সিং, থ্রেডিং, শেভিং নাকি লেজার—ত্বকের জন্য কোনটি নিরাপদ, সেটি নিয়ে মেয়েদের কৌতূহল সবচেয়ে বেশি। - কনসিলার ব্যবহারের নিয়ম
কোন শেড মানাবে, কীভাবে ব্যবহার করলে চোখের নিচের ডার্ক সার্কেল বা দাগ ঢেকে যাবে ,এ নিয়ে সার্চ বাড়ছে। - ত্বক ফর্সা/উজ্জ্বল করার উপায়
ঘরোয়া উপায়, কসমেটিকস, সিরাম বা ফেয়ারনেস ট্রিটমেন্ট—সবই থাকে সার্চ লিস্টে। - নিজের ত্বকের ধরন চেনার পদ্ধতি
ত্বক তৈলাক্ত, শুষ্ক নাকি মিশ্র—এটা বুঝে স্কিন কেয়ার রুটিন সাজাতে অনেকেই গুগলের সাহায্য নেন। - চুল ধোয়ার সঠিক নিয়ম
কোন চুল কতদিন পর শ্যাম্পু করা উচিত, কোন ধরনের শ্যাম্পু-কন্ডিশনার ব্যবহার করা ভালো—এসব তথ্যই থাকে সার্চে। - চুল দ্রুত লম্বা করার উপায়
হেয়ার মাস্ক, ডায়েট, প্রাকৃতিক উপাদান ও ঘরোয়া টিপস—এ বিষয়ে সার্চের হার খুবই বেশি। - ট্যাটু কি ত্বকের জন্য ক্ষতিকর?
ট্যাটুর পার্শ্বপ্রতিক্রিয়া, কোন জায়গায় ট্যাটু নিরাপদ, ট্যাটুর পর যত্ন—এ নিয়েও মেয়েদের অনুসন্ধান বাড়ছে।
রায়হান/দেশবিদেশ